পত্রিকা থেকে সংগৃহীত (০৪ ফেব্রুয়ারি, ২০২০)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বর্তমানে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের ভিসা আবেদন করতে হয় কোথা থেকে?
উত্তরঃ দিল্লি, ভারত।
০২. বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে কতজন বাংলাদেশি দায়িত্ব পালন করছেন?
উত্তরঃ চার জন।
০৩. একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা কে লিখেছেন?
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী (কবিতা – কাঁদতে আসি নি, ফাঁসির দাবি নিয়ে এসেছি)।
০৪. ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ শামসুর রাহমান।
## ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি লিখেছেন – কবি আলাউদ্দিন আল আজাদ।
০৫. পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ ড. মোহাম্মদ সাদিক।
০৬. সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরে কয়টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে?
উত্তরঃ তিনটি।
০৭. বর্তমানে ইতালিতে বসবাস করা বাংলাদেশির সংখ্যা কত?
উত্তরঃ দুই লাখের বেশি।
০৮. বিদেশ থেকে ফেরার সময় এখন থেকে বাংলাদেশিরা (ঘোষণা ছাড়া) কত ডলার আনতে পারবে?
উত্তরঃ ১০ হাজার ডলার।
০৯. বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রফতানি হচ্ছে?
উত্তরঃ ১২১টি।
## গত ৭ বছরে এ খাত থেকে আয় – ৪৪৬ কোটি ৫৪ মার্কিন ডলার।
#তথ্য_সুত্র - রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
১০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’ কখন রচনা করেন?
উত্তরঃ ১৯৫৪ সালে, কারাগারে রাজবন্দি থাকাকালে।
১১. ‘Our Beloved Sheikh Mujib’ বইটি কার লেখা?
উত্তরঃ কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ‘World Health Organization (WHO)’ কবে করোনাভাইরাসকে বিশ্বজুড়ে জরুরী অবস্থা ঘোষণা করে?
উত্তরঃ ৩০ জানুয়ারি, ২০২০.
০২. ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ পালাজো চিগি।
০৩. ‘মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মিলান, ইতালি।
০৪. পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি?
উত্তরঃ ‘US National Library of Congress’.
০৫. ‘ক্রিসমাস আইল্যান্ড’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
## চীনের উহান থেকে নিয়ে আসা অস্ট্রেলীয় নাগরিকদের অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ২ হাজার ৭০০ কিমি দূরের এই দ্বীপে রাখা হবে।
০৬. ভারতে বর্তমানে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?
উত্তরঃ ২২টি।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. বিশ্বের নানা তথ্য বিষয়ক ইংরেজি বিশ্বকোষ ‘Encyclopedia Britannica’ এর অনলাইন সংস্করণ চালু হয় কবে?
উত্তরঃ ২০০৮ সালে।
০২. US National Library of Congress এবং UNESCO এর যৌথ উদ্যোগে ‘World Digital Library’ এর ওয়েবসাইট উন্মোচন করা হয় কবে?
উত্তরঃ ২১ এপ্রিল, ২০০৯.
০৩. যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘টেসলা’ এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ ইলন মাস্ক।
০৪. কোন প্রযুক্তির মাধ্যমে আসল হ্যান্ডসেট (মোবাইল) যাচাই করা যায়?
উত্তরঃ National Equipment Identity Register (NEIR).
#করোনা_ভাইরাস_আপডেট
৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
আক্রান্ত – ১৭ হাজার ৩০০ জন।
মৃত্যু – ৩৬২ জন।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২৪টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসরের নাম কি?
উত্তরঃ অলিম্পিক।
০২. আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বর্তমানে শীর্ষস্থানে কোন দল?
উত্তরঃ পাকিস্তান। (দ্বিতীয় – অস্ট্রেলিয়া)।
০৩. প্রথম খেলোয়াড় হিসেবে কে অষ্ট্রেলিয়ান ওপেনে আট বার চ্যাম্পিয়ন হয়েছেন?
উত্তরঃ নোভাক জোকোভিচ, সার্বিয়া।
০৪. ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজারল্যান্ড।
০৫. নোভাক জোকোভিচ কত সপ্তাহ ধরে ছেলেদের টেনিস র্যাংকিংয়ে শীর্ষ স্থানে আছেন?
উত্তরঃ ২৭৬তম সপ্তাহ। (জানুয়ারি, ২০২০ পর্যন্ত)
#সেরা_উক্তি
“ যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”
– নেপোলিয়ন হিল।
”
#সংগ্রহেঃ Smd Kabir Hossain
Industry is the key of Success.
No comments:
Post a Comment