This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Friday, February 14, 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তুলবেন যেভাবে । Natonal University Certificate



♣জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকেই জিজ্ঞেস করছেন কিভাবে ট্রান্সক্রিপ্ট এবং মূল সনদ তুলবো? অাপনাদের সবার জ্ঞাতার্থে অামি অামার সম্প্রতি অভিজ্ঞতা থেকে লিখলামঃ-  ভূল ত্রুটি মার্জনীয়।

♦মূল সনদ প্রসঙ্গঃ প্রথম ছবি টি মূল সনদ এর জন্য অাবেদন করার ফরম (ক্যাপশনে লিখা অাছে)।

করণীয়ঃ
১। ফরম টি স্বহস্তে পূরণ করে অধ্যক্ষের (সীল,স্বাক্ষর, তারিখ) নিতে হবে।

২। সংযুক্ত কপিঃ রেজিষ্ট্রেশন কার্ড, ১ম-৪র্থ বর্ষ পর্যন্ত সবগুলো ইয়ারের এডমিট কার্ড, অনলাইন মার্কশীট কপি, কনসোলিডিয়েটেড রেজাল্ট কপি (অনলাইন কিংবা কলেজে অাসা কপি), প্রবেশনাল সাটিফিকেট অরিজিনাল, পাসপোর্ট এর মূল পেজের কপি, অাইএলটিএস এর রেজাল্ট কপি, যে ভার্সিটি তে মূল সনদ চাচ্ছে ঐ লিখা টা অাছে এমন ইন্টারনেট থেকে সেই পেজটির একটি প্রিন্ট কপি।

৩। সবগুলোর মূল কপি সাথে রাখতে হবে এবং সবগুলোর ফটোকপি ডিপার্টমেন্ট এর হেড দ্বারা ১/২ সেট সত্যায়িত করে রাখলে ভালো হয়।

৪। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়ান স্টপে সরাসরি যোগাযোগ এবং তাদের কথানুযায়ী এই বিল্ডিংয়ের বিপরীত বিল্ডিংয়ের ৩ তলায় প্রথমে এক স্যারের কাছ থেকে অাবেদন ফরম টি তে সাইন নিয়ে অার একজন ম্যাডাম অাছে ৩/৪ তলায় হবে (খেয়াল করতে পারছি না), ওনার সাইন নিয়ে অাবার ওয়ান স্টপে অাসুন। সবগুলো কপি দেখান এবং নির্ধারিত ফি এর স্লিপ নিয়ে টাকা সহ জমা দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে অবস্থিত সোনালি ব্যাংকে।

৫। সবশেষে সবগুলোর ফটোকপি এবং শুধুমাত্র প্রবেশনাল সাটিফিকেট এর অরিজিনাল টা জমা দিন ওয়ান স্টপে।
♦♦♦ এক সপ্তাহ সময় নিবে। তারপর কালেক্ট করুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

♦ট্রান্সক্রিপ্ট প্রসঙ্গঃ এটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন।
 করণীয়ঃ

 ১। ২য় ছবিটি তে দেওয়া ফরম টি পূরণ করুন। এক্ষেত্রে ৪ ইয়ারের এডমিট কার্ডে থাকা সাবজেক্ট টাইটেল পেপার ইংরেজিতে, গ্রেড পয়েন্টঃ যেমন B Grade এর জিপিএ 3.00, লেটার গ্রেডঃ যেমন,B, B+, ক্রেডিট এগুলো খুবই সতর্কতার সাথে কাটাছেঁড়া ছাড়া স্পষ্টভাবে লিখুন এবং প্রসাসনিক ভবন এর হেড ক্লার্ক এর একটা Initial সাইন নিয়ে তারপর অধ্যক্ষ এর সীল লাগিয়ে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেন।

২। সংযুক্তিঃ মূল সনদ এর ২ নং কলামে লিখা সংযুক্ত পয়েন্টের সকল পেপারস+ (এইচ.এস.সি+এস.এস.সি) এর ৪ টি করে (রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট) পেপারস সাথে রাখুন। অবশ্যই সব পেপার এর অরিজিনাল কপি লাগবে।

৩। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এর ঠিক বিপরীতে মামুন কম্পিউটার নামে একটা বড় দোকান অাছে। ঐ টাতে গিয়ে সব দেখান এবং অ্যাপ্লিকেশন করাবেন অনলাইনে। অাপনি একটি স্টুডেন্ট অাইডি খোলাবেন এবং User Id+Password সংরক্ষণ করুন। অাবেদন করার পর নির্ধারিত ফি এর স্লিপ নিয়ে সোনালী ব্যাংকে টাকা জমা করুন। ব্যস হয়ে গেলো।

৪। তারপর অাপনি জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে ঢুকে স্টুডেন্ট লগ ইন অপনশে ক্লিক করে অাপনার প্রোফাইলে যাবেন এবং চেক করবেন অাপনার অাবেদন এর অাপডেট। অ্যাকশন কলামে Approve হলে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অাপনার কাঙ্খিত পেপার টি সংগ্রহ করুন।




সবাই কে ধব্যবাদ। সকলের মনের নেক বাসনা পূর্ণ হউক।

কলাম লেখকঃ অাল ইসলাম।


Industry is the key of Success.

No comments:

Post a Comment

Translate

Popular Posts