এইবার যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য সুখবর ।
আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি এসে গেছে ওয়েবসাইটে।
১ম ধাপ;- ১০৫ এ কল করতে হবে,
(৮-১০ বার,যতক্ষন কল রিসিভ না হয়) তথ্য সেবা – ১০৫ একটি টোল ফ্রি কল সেন্টার যা রবি - বৃহ সকাল ৮ঘটিকা -সন্ধা ৫ ঘটিকা পর্যন্ত, শুক্র, শনি এবং সরকারী ছুটি ব্যাতিত খোলা থাকে।
কল রিসিভ হলে আপনার স্লিপে থাকা ৮ ডিজিটের নাম্বারটি বলতে হবে এবং এবং আইডি কার্ডে উল্লেখিত নিজের নাম, পিতা-মাতার নাম, বার্থডে, এবং ফরমে উল্লেখিত ফোন নাম্বারটি বলতে হবে। সব কিছু ঠিকঠাক হলে ঐ নাম্বারে মেসেজ দিয়ে দেওয়া হবে আপনার এনআইডি নাম্বারটি।
২য় ধাপ:- সফলভাবে জাতীয় পরিচয় পত্রের নম্বর প্রাপ্তির পর জাতীয় পরিচয় বিবরণী জানতে [www.nidw.gov.bd] ওয়েব সাইটের ( http://www.nidw.gov.bd/?fbclid=IwAR23sewxyUQjDgaHw0j-qsU-rSIJ6KMiPzSbCIX17MuBaSq66SS0lPeKwZo) রেজিষ্টার মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অন-লাইন সেবার জন্য প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
সেখান থেকে মেইল-পাসওয়ার্ড নিয়ে লগিন মেনুতে লগইন করতে হবে।৩য় ধাপ:- সব তথ্য সফল ভাবে সম্পন্ন হলে আপনার এনআইডির অনলাইন কপি শো করবে। এবং এটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন।
Industry is the key of Success.
No comments:
Post a Comment