This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Thursday, February 13, 2020

নতুন ভোটার হয়েছেন তাদের আইডি পাবেন যেভাবে ।

এইবার যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য সুখবর ।


আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি এসে গেছে  ওয়েবসাইটে।


১ম ধাপ;-  ১০৫ এ কল করতে হবে,
(৮-১০ বার,যতক্ষন কল রিসিভ না হয়) তথ্য সেবা – ১০৫ একটি টোল ফ্রি কল সেন্টার যা রবি - বৃহ সকাল ৮ঘটিকা -সন্ধা ৫ ঘটিকা পর্যন্ত, শুক্র, শনি এবং সরকারী ছুটি ব্যাতিত খোলা থাকে।
কল রিসিভ হলে আপনার স্লিপে থাকা ৮ ডিজিটের নাম্বারটি বলতে হবে এবং এবং আইডি কার্ডে উল্লেখিত নিজের নাম, পিতা-মাতার নাম, বার্থডে, এবং ফরমে উল্লেখিত ফোন নাম্বারটি বলতে হবে। সব কিছু ঠিকঠাক হলে ঐ নাম্বারে মেসেজ দিয়ে দেওয়া হবে আপনার এনআইডি নাম্বারটি।

২য় ধাপ:- সফলভাবে জাতীয় পরিচয় পত্রের নম্বর প্রাপ্তির পর জাতীয় পরিচয় বিবরণী জানতে [www.nidw.gov.bd] ওয়েব সাইটের ( http://www.nidw.gov.bd/?fbclid=IwAR23sewxyUQjDgaHw0j-qsU-rSIJ6KMiPzSbCIX17MuBaSq66SS0lPeKwZo) রেজিষ্টার মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অন-লাইন সেবার জন্য প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

সেখান থেকে মেইল-পাসওয়ার্ড নিয়ে লগিন মেনুতে লগইন করতে হবে।

৩য় ধাপ:- সব তথ্য সফল ভাবে সম্পন্ন হলে আপনার এনআইডির অনলাইন কপি শো করবে। এবং এটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে।


বাংলাদেশ নির্বাচন কমিশন।




Industry is the key of Success.

No comments:

Post a Comment

Translate

Popular Posts