This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Sunday, August 12, 2018

বিজ্ঞান বই থেকে নেওয়া বিজ্ঞানের কিছু প্রশ্ন

নবম- দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে নেওয়া বিজ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তরঃ-



১। ১ ক্যালরি = কত জুল?
– 4.2 জুল
২। ভিটামিন C মূলত কোন এসিড?
– এসকরবিক এসিড
৩। রক্ত কি ধরনের পদার্থ?
– লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ
৪। ভিটামিন B কমপ্লেক্স এ ভিটামিনের সংখ্যা কয়টি?
-১২টি
৫। ভিটামিন E এর অভাবে কি হয়?
– জরায়ুর ভ্রুণের মৃত্যু
৬। ভিনেগার কি?
– এসিটিক এসিডের ৫% জলীয় দ্রবণ
৭। দই, মিষ্টি সংরক্ষণ করতে কি এসিড ব্যবহার করা হয়?
– সরবিক এসিড
৮। মানুষের দেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে কি বলে?
– ইমনিউটি
৯। HIV ভাইরাস রক্তের কোন উপাদানকে আক্রমণ করে?
– T-লিম্ফোসাইট
নবম- দশম শ্রেণির বিজ্ঞান

১০। ৫০ কেজি ভরের একটি মানুষের প্রাত্যহিক আমিষের চাহিদা কত?
– ৫০ গ্রাম। প্রতি কেজিতে ১ গ্রাম।
১১। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ?
– ৪ ডিগ্রি সেলসিয়াস
১২। মানুষের ওজনের শতকরা কত ভাগ রক্ত থাকে?
– ৮ ভাগ
১৩। লোহিত কণা সঞ্চিত থাকে কোথায়?
-প্লীহা
১৪।দেহে এলার্জি প্রতিরোধে দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থের নাম কি?
– হিস্টাসিন
১৫। রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাধতে বাধা দেয় কোনটি?
– হেপারিন
১৬। শ্বেত কণিকার সংখ্যা বেড়ে ২০০০০-৩০০০০ হলে কি রোগ হয়?
– লাইকোথাইসিস
১৭। ECG এর পূর্ণরুপ কি?
– Electro Cardiogram
১৮। রক্তচাপ মামার যন্ত্রের নাম কি?
-স্ফিগমোম্যানোমিটার
১৯। স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলে?
– লাইপোপ্রোটিন
২০। রক্তে কোলেস্টেরল এর স্বাভাবিক পরিমাণ কত?
– ১০০-১২০ গ্রাম/ডেসিলিটার

No comments:

Post a Comment

Translate

Popular Posts