This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Wednesday, December 15, 2021

ভোল্টে কি? বাংলাদেশে ভোল্টে নেটওয়ার্ক। What is Volte?

VoLTE means Voice Over Long Term Evolution


What is Volte? ভোল্টে কি? জেনে নিন ।


নোট: VoLTE সেবা শুধু Airtel Buzz , Grameenphone ও Robi নেটওয়ার্কে চালু হয়েছে। আর এই সেবার সাহায্যে আপনি ৪জি চালু থাকা অবস্থায় ইন্টারনেট ব্যাবহারের সময়ও কল রিসিভ ও করতে পারবেন এতে আপনার ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটবে না। অর্থাৎ আপনি একই সময় ৪জি ইন্টারনেট চালাতে ও ফোনে কথা বলতে পারবেন তবে অবশ্যই নিজ নিজ অপারেটরে। তাছাড়া VoLTE এর সাহায্যে খুব স্পষ্ট কথা শুনতে পারবেন। মনে রাখবেন VoLTE সেবা পেতে উভয় পক্ষকে VoLTE কভারেজ এ থাকতে হবে ও VoLTE সাপোর্টেড হ্যান্ডসেট ব্যাবহার করতে হবে।

ভোল্টে কি? ভোল্টে; what is volte?



VoLTE চালু করার কোনো কোড নেই এটি আপনার হ্যান্ডসেটে সাপোর্ট করলে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে।


বি: দ্রঃ বাইরে থেকে আনা আনঅফিসিয়াল ফোনে অনেক সময় ক্যারিয়ার মিল না থাকার কারণে VoLTE সেবা চালু না ও হতে পারে।


আপনি যদি ইতিমধ্যে VoLTE সেবা আপনার মোবাইলে পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে আপনার ফোনের ব্র্যান্ড ও মডেল নম্বর শেয়ার করতে পারেন আর যারা এখনো পান নাই তারাও জানতে পারেন। আমাদের গ্রুপে কোনো অপারেটরের প্রতিনিধি যদি থেকে থাকে তাদের দৃষ্টিতে আসবে।


ভোল্টে নেটওয়ার্ক কি?

what is volte?

No comments:

Post a Comment

Translate

Popular Posts