ফ্রীল্যান্সিং ও গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের অনেক পরিচিত দুটি শব্দ । বর্তমান সময়ে ফ্রীল্যান্স মার্কেটপ্লেস গুলোতে গ্রাফিক ডিজাইন এর চাহিদা দিনদিন বাড়ছে । কিন্তু এই গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে উপার্জন করা যায় তা নিয়ে অনেকেই দ্বিধা’র মধ্যে থাকে । তাই আজকে গ্রাফিক ডিজাইন স্কিল নিয়ে কোন মার্কেটপ্লেস এ কাজ করা যেতে পারে তার একটা ধারনা আজকের এই পোস্ট থেকে পেতে পারেন।
গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য ৩(তিন) ধরনের মার্কেটপ্লেস আছে-
১। সার্ভিস বেসড
২। স্টক বেসড
৩। কন্টেস্ট বেসড
সার্ভিস বেসডঃ সার্ভিস বেসড মার্কেট হচ্ছে যেখানে আপনি আপনার সার্ভিস বিক্রি করে উপার্জন করতে পারবেন । এখানে ক্রেতা এর সাথে সরাসরি কথোপকথন এর মাধ্যমে ক্রেতার প্রয়োজনীয় কাজ করা হয় এবং ক্রেতা সেই অনুযায়ী ডিজাইনার কে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকে । আপনার যদি কমিউনিকেসন স্কিল ভালো থাকে, কাজের কোয়ালিটি ভালো থাকে তাহলে এইভাবে সার্ভিস বিক্রি করে আপনি ভালো উপার্জন করতে পারবেন। এ ধরনের মার্কেটপ্লেস সবচেয়ে বেশী পরিচিত আমাদের মধ্যে, যেমনঃ upwork.com , fiverr.com, freelancer.com, designhill.com, 99design.com etc.
স্টক বেসডঃ স্টক বেসড মার্কেট হচ্ছে যেখানে ডিজাইনার রা তাদের ডিজাইন তৈরী করে এখানে বিক্রির জন্য আপলোড করে রাখে এবং কোন ক্রেতা যখন সেই ডিজাইন টি কিনলে সেই মূল্যের একটি অংশ ডিজাইনার কে দেওয়া হয় । এই মার্কেট প্লেসে ক্রেতার সাথে ডিজাইনার এর সরাসরি কথা হয়না ।ডিজাইনার তার ডিজাইন আপলোড করে রাখে ক্রেতা তার পছন্দ অনুযায়ী কিনে নেন। আপনার যদি ডিজাইন কোয়ালিটি ভালো থাকে তাহলে এই মার্কেটপ্লেস থেকে ভালো এমাউন্ট উপার্জন করতে পারবেন ।এধরনের মার্কেটপ্লেস এর উদাহরন হচ্ছে – graphicriver.com , freepik.com, adobestock.com, creativemarket.com, shutterstock.com etc.
কন্টেস্ট বেসডঃ কন্টেস্ট বেসড মার্কেট হচ্ছে যেখানে ডিজাইন নিয়ে কন্টেস্ট বা প্রতিযোগিতা হয় এবং ডিজাইনার রা সেই প্রতিযোগিতায় অংশগ্রহন করে । প্রতিটা প্রতিযোগিতার একটি মুল্য নির্ধারিত থাকে এবং যেই ডিজাইনার এর ডিজাইন প্রথম হয় তাকে সেই প্রাইজমানি দেওয়া হয় । এই ধরনের কন্টেস্ট এর প্রাইজমানি বেশ ভালো এবং ভালো কোয়ালিটিফুল ডিজাইন করতে পারলে এখানে কন্টেস্ট উইন করেও আপনি ভালো উপার্জন করত পারবেন । এধরনের মার্কেটপ্লেস এর উদাহরন হচ্ছে – freelancer.com, designcontest.com, designhill.com, 99design.com etc.
সর্বোপরি আপনাকে ভালো ডিজাইন করতে জানতে হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, স্কিলড হতে হবে । তা না হলে আপনি যতই মার্কেটপ্লেস এর সাথে পরিচিত হন সেখানে বেশীদিন টিকতে পারবেন না। তাই নিজেকে আগে ভালো করে জানুন, নিজেকে স্কিলড হিসেবে তৈরী করুন। একজন উপযুক্ত শিক্ষক এ পারেন কাউকে সঠিক পথ দেখাতে এবং তার ছাত্রদের যোগ্য করে গড়ে তুলতে ।
**আমার মতে আপনি ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইলে বিগিনার হিসেবে আপনার সার্ভিস বেসড মার্কেট দিয়ে শুরু করা উচিত, তাহলে প্রফেশনাল কাজ করতে করতে আপনার ডিজাইন এর দক্ষতা চলে আসবে এবং তখন আপনি স্টক মার্কেট বা কন্টেস্ট মার্কেট এও ভাল করতে পারবেন ।
ধন্যবাদ,
শামীমা নাসরিন
সাপোর্ট মেন্টর, গ্রাফিক ডিজাইন
No comments:
Post a Comment