This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Monday, February 25, 2019

( Part2 ) ১৫তম শিক্ষক নিবন্ধ‌নের ও প্রাথমিক শিক্ষক নিযয়োগ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য :- ২০১৮+২০১৯


__________________________________________
1.ফোর্বস মেগাজিন জরিপে ১০০ ক্ষমতাধর নারীর শীর্ষে অ্যান্জেলা মার্কেল, ২য় অবস্থানে থেরেসা মে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ তম অবস্থানে।
2. আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ ( International Year of Moderation) হিসাবে ঘোষণা করা হয়-
-২০১৯ সালকে।
3.৩১ শে ডিসেম্বর ২০১৮ কোন দুটি দেশ UNNECO'র সদস্যপদ ত্যাগ করবে?
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
3. ১৮ তম ন্যাম (NAM) সম্মেলন অনুষ্ঠিতব্য হবে কোথায়-
- বাকু, আজারবাইজান (১৪-১৫ জুন, ২০১৯)
4.বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে-
- ৪৩ তম
5.দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র-
- টেকনাফ, কক্সবাজার।
6.'বানৌজা শেখ মুজিব' নৌঘাঁটি অবস্থিত-
- খিলক্ষেত, ঢাকা।
7.২০১৮-২১ সালের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত -
- ১৫ টি

8. বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে ক্যাডার সংখ্যা -
- ২৬ টি।
9.বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া দ্বিতীয় ড্রিমলাইনার উড়োজাহাজ-- ‘হংস বলাকা’
10.সম্প্রতি প্রকাশিত '৩০৫৩ দিন' শীর্ষক নতুন বইটি -- বঙ্গবন্ধুর কারাজীবন।
*Recent General knowledge.. 
১.CEBR এর ২০১৯ সালে বাংলাদেশ বিশের কত তম বৃহত্তম অথনীতির দেশ...৪১তম
২.গণতন্রের সুচকে বাংলাদেশ.. ৮৮তম
৩".নারদ নদ " কোথায়....নাটোর.
৪.প্রাচোর নিউজিল্যান্ড বলা হয়...ভুটান কে.
৫.বতমানে UNESCO এর সদস্য... ১৯৩.
৬.বাজার মুলে্ শীষ শেয়ার বাজার যে
দেশে..USA
.
.#Miltan
*প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন একজন নারী। তাঁর নাম কী?
=ভারতের কলকাতার গীতা গোপীনাথ।
.
*বিশ্বব্যাংকের মতে, কোন অঞ্চল বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমাণ অর্থনৈতিক অঞ্চল?
= দক্ষিণ এশিয়া।
.
*কলকাতায় প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র কে?
= ফিরহাদ হাকিম।
.
*বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
= ৯৭তম (২০১৮ সালে ছিল ১০০তম) ।
.
*কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
= দ্বিতীয় ।
.
*আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
= ৯৪তম ।
.
*বাংলাদেশের কোন জেলায় কুঁড়ার তেল উৎপাদিত হয়?
= বগুড়ায়।
.
*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় কত শতাংশ বেড়েছে?
= ৬ শতাংশ (২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪৪) ।
.
*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে কত শতাংশ?
= ৫ দশমিক ১৯ শতাংশ (২০১৭ সালে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ)
.
*ঢাকায় বাণিজ্য মেলার আয়োজক কে?
= রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ।
.
*বাংলাদেশের কোথায় জাপান এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে?
= নারায়ণগঞ্জের আড়াইহাজারে
.
*গ্রামীণ সড়ক উন্নয়নে কে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে?
= এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।
.
*হেমন্ত মেলার আয়োজক কে?
= বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ।
.
*সম্প্রতি নোবেল বিজয়ী কোন মার্কিন বিজ্ঞানী বর্ণবাদী মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন?
= জেমস ওয়াটসন।
.
*কোন দেশি মুদ্রার নাম লিরা?
= তুরস্কের।
.
*জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ কত সালে করা হয়?
= ২০১১ সালে।
.
*বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কোথায় অবস্থিত?
= ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।
.
*পরিবার থেকে পালিয়ে যাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে কোন দেশ আশ্রয় দিয়েছে?
= কানাডা।
.
*জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
= অষ্টম ।
.
*বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই (জিওগ্রাফিক্যালইন্ডিকেশন) সনদ পেয়েছে?
= ২টি (প্রথমটি জামদানি, দ্বিতীয়টি ইলিশ) ।
.
*বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের নাম কী?
= মোহাম্মদ রেজা নাওফর।
.
*বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশেষ গবেষণা জরিপ অনুযায়ী, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত?
= ১০ দশমিক ১৫ শতাংশ।
.
*২০১৮ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক কত?
= ১৫ দশমিক ৬৯ কোটি।
.
*চলতি অর্থবছরে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকার কত?
= ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা (১ হাজার ৫০৭টি প্রকল্প) ।
.
*শরণার্থীদের নিয়ে লেখা নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সম্প্রতি প্রকাশিত বইটির নাম কী?
= উই আর ডিসপ্লেসড।
.
.
.
● পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নাম কী?
= পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই।
.
● বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?
= পায়রা গভীর সমুদ্রবন্দর।
.
● সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?
= ত্রিশালে।
.#Miltan
● সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন নারী ক্রিকেটার?
= রুমানা আহমেদ।
.
● সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার চুক্তি হয় কবে?
= ১৯২২ সালের ৩০ ডিসেম্বর।
.
● বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?
= লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
.
● সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে?
= ২০১১ সালে।
.
● বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো (৩০ ডিসেম্বর, ২০১৮), একই দিনে বিশ্বের আর কোন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
= ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
.
● সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সিপিজের পুরো নাম কী?
= কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।
.
● একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?
= ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।
.
● বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?
= কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।
.
● সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?
= যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
.
● দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?
= ই-জেনারেশন লিমিটেড।
.
● বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
= ৩০ শতাংশ।
.
● জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নিউইয়র্ক কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি সারা বিশ্বে যত শিশু জন্মেছে, তাদের মধ্যে কত শতাংশের জন্ম বাংলাদেশে?
= ২ দশমিক ১৩।
.
● সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?
= শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।
.
● ক্লাব ওয়ার্ল্ড কাপের একমাত্র হ্যাটট্রিক শিরোপাজয়ী দল কোনটি?
= স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
.
● সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?
= ৩ হাজার টাকা।
.
● পায়রা বন্দর কোথায় অবস্থিত?
= পটুয়াখালীর কলাপাড়ায়।
.
● জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?
= ৩৮ লাখ।
.
● উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন কোথায়?
=.লন্ডনের ইকুয়েডর দূতাবাসে, ২০১২ সালে।
.
● আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এআইআইবির পুরো নাম কী?
= দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
.
● বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে কারা?
= স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন—বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
.
● ‘আনাক ক্রাকাতোয়া’ কিসের নাম?
= ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির নাম।
.
● বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?
= ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।
.
● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সের (জিসিআই) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
= ১০৩।
.
● ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
= ১৩৬।
.
● বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?
= ৯১ শতাংশ।
.
● আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?
= রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।
.
● ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের নাম কী?
= জইর বলসোনারো।
* আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে ২০১৯ ও ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কত হবে?
= ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৬ শতাংশ
.
* এ বছর কততম বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলো
= ১৯তম।
.
* সম্প্রতি কোন দেশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় ব্যর্থ হয়?
= ভেনেজুয়েলা।
.
* যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)।
.
* ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্য দেশ কয়টি?
= ১৮৩টি (এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় ২৬ জানুয়ারি)।
.
* মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন কে?
= সুলতান আবদুল্লাহ।
.
* প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
= তৃতীয়।
.
* সম্প্রতি ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক টি-টোয়েন্টিটি কোন দুটি দেশের মধ্যে হয়?
= বাংলাদেশ ও ইংল্যান্ড যুবদলের মধ্যে।
.
* বাংলাদেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের নাম কী?
= রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
.
* তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে?
= চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম।
.
* মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে টানা কয়দিন অচলাবস্থা ছিল?
= ৩৫ দিন।
.
* এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়?
= ৭০তম।
.
* ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
= ভারতরত্ন।
.
* বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন মুঠোফোনসেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট ও ভয়েস কল প্যাকেজের মেয়াদ ন্যূনতম কত দিন নির্ধারণ করেছে?
= তিন দিন।
.
* ‘আবু সায়াফ’ কোন দেশের জঙ্গিগোষ্ঠী?
= ফিলিপাইন।#Miltan
.
* টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় কে?
= রজার ফেদেরার (২০টি)।
.
* বর্তমান মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য কে?
= কমলা হ্যারিস।
.
* এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছেন?
= আফসান চোধুরী।
.
* ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত?
= ১৩তম।
.
* দুর্নীতিতে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
= চতুর্থ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।
.
* ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়?
= জার্মানির বার্লিনে।
.
* সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
= সোমালিয়া (সবচেয়ে কম ডেনমার্ক)।
.
* পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?
= সোনালি ব্যাগ।
.
* বাংলাদেশের কোন পণ্যটি সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পায়?
= জামদানি শাড়ি।
.
* কোরীয় যুদ্ধ কবে শুরু হয়?
= ১৯৫০ সালে।
.
* ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কী?
= নিকোলা মাদুরো।
Industry is the key of Success.

No comments:

Post a Comment

Translate

Popular Posts