This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Friday, January 31, 2020

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি" JSC,SSC, HSC পাশ করা যে কেউ আবেদন করতে পারবেন ।.মাসিক ১৭৫০ টাকা হারে এককালীন ২১ হাজার টাকা প্রদান করা হবে।



"মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি"




সত্যিই কার'না একটা শিক্ষা বৃত্তি হলে ভালো হয় বল? হুম সেই ভালোর জন্যই শিক্ষা বৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক।

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তাহলে চল যেনে নেয়া যাক এ বৃত্তির ইতিবৃত্ত।

@যারা আবেদন করতে পারবে:

 (১) ২০১৯ সালের অষ্টম শ্রেণী (জেএসসি) কৃতকার্য  শিক্ষার্থীরা।

(২)২০১৯ সালের ১০ম শ্রেণী(এসএসসি) কৃতকার্য শিক্ষার্থীরা।

(৩) ২০১৯ সালে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) কৃতকার্য শিক্ষার্থীরা।

@যে পরিমান বৃত্তি পাওয়া যাবে:

একবছর মেয়াদে এককালীন হিসেবে এ বৃত্তি প্রদান করা হবে।

জেএসসি বা সমমান শিক্ষার্থীর মাসিক ১০০০ টাকা হিসেবে এককালীন ১২ হাজার,

এসএসসি উত্তীর্ণদের মাসিক ১২৫০ টাকা হারে এককালীন ১৫ হাজার এবং

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মাসিক ১৭৫০ টাকা হারে এককালীন ২১ হাজার টাকা প্রদান করা হবে।

@আবেদন যোগ্যতা যা লাগবে:

বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বা শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক অ্যায় ৭০ হাজার টাকা বা তার কম  হতে হবে।

এছাড়া আবেদনকারীর ফলাফল (জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায়) ন্যূনতম সিজিপিএ ৪.৫ হতে হবে।

শারীরিক প্রতিবন্ধীদের জন্য শর্ত শিথিলযোগ্য হবে তবে এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সনদ দাখিল করতে হবে।

@আবেদনের শেষ সময়:

বৃত্তির জন্য আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারী, ২০২০

@আবেদন পত্র যেখানে পাবে:

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা অথবা ব্যাংকের www.mblbd.com ওয়েব সাইটে বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে।

@আবেদন পত্র যে ভাবে জমা দেবে:

 আবেদন পত্র আগামী ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ইং তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট জমা দিতে হবে।

অথবা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়:

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, সাদৃটেইনবল ফাইন্যান্স ইউনিট (৯ম তলা, ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০

সবার জন্য শুভ কামনা থাকল।

গোপাল রায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Industry is the key of Success.

No comments:

Post a Comment

Translate

Popular Posts