This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Thursday, January 30, 2020

সার্টিফিকেটে বয়স, নাম সংশোধন করবেন যেভাবে । Certificate Correction ।

সার্টিফিকেট সংশোধন।

সার্টিফিকেটে বয়স, নাম সংশোধন


ছোট-বড় ভুল সব মিলিয়ে সার্টিফিকেট সংশোধন খুব প্যারাদায়ক এব; সময়সাপেক্ষ কাজ বলে আমরা সবাই  জানি। তবুও যখন ইমার্জেন্সি তখন সংশোধন
 এর পথে না হেঠে উপায় নেই। তবে সংশোধন এর ব্যাপারের সময় কতদিন, কতমাস লাগবে সেটা  কিছুটা আপনার উপর নির্ভর করে। সবকিছু যদি আপনি একটু  সিরিয়াসনেস নিয়ে করেন তাহলে দেড় মাসের মধ্যে হয়ে যাবে এটা আশা করতেই পারেন।

তবে কারও কারও আবার চার-ছয়মাস এর বেশিও লাগে। যারা শিক্ষাবোর্ড এর অপেক্ষায় গা এলিয়ে বাসায় বসে থাকে তাদের এমনটা হওয়া স্বাভাবিক। তারমানে আপনাকে পরিশ্রম করতে হবে। আর আপনার আবেদন এর প্ররগেশান কতদুর সেটা তো আপনি ঘরে বসে সর্বশেষ  আপডেট চেক করলেই পারছেন।
সার্টিফিকেটে বয়স, নাম সংশোধন




এখন আসি #নাম এবং বয়স কিভাবে সংশোধন

করবেনঃ

সার্টিফিকেটে বয়স, নাম সংশোধন

শুরুতেই যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো প্রাইমারি সার্টিফিকেট যেটাকে এতদিন পর্যন্ত ইগনরই করতেন।
এরপর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো মাধ্যমিকের ও উচ্চমাধ্যমিকের  যথাক্রমে প্রধান শিক্ষক ও অধক্ষ্য হতে প্রত্যয়নপত্র।
এবার যেটা আপনাকে করতে হবে, সেটা হলো যদি আপনি সনদে আপনার নিজের নাম সংশোধন
 করতে চান তাহলে আপনার  NID/ BC যেটাতে আপনার সঠিক নাম আছে সেটা লাগবে।আর পিতা ও মাতা নাম সংশোধন এর জন্য পিতা ও মাতার NID কাড যেটাতে তাদের সঠিক নাম আছে সেটা দিতে হবে। তার মানে আপনি সনদে যে নামটি পরিবর্তন করতে চান।

এসব হয়ে গেলে এখন চট করে চলে যাবেন হলফনামা করতে যেটা কোন নোটারি পাবলিক দিয়ে করলে হবে আবার মাজিস্ট্রেট দিয়ে করলেও হবে। তবে হলফনামা করতে হলে আপনাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা কাউন্সিলর হতে প্রত্যয়নপত্র লাগতে পারে।
আর বয়স কারেকশন এর জন্য অতিরিক্ত যে জিনিসটা করতে হবে সেটা হলো সিভিল সার্জন কতৃক হলফনামা উপযুক্ত প্রমানাদি সাপেক্ষে। তবে বয়স সংশোধন এর খেএে আপনার উক্ত পরিক্ষা পাসের দুইবছর এর মধ্যে বয়স সংশোধনের আবেদন করতে হবে।

এসব কিছু হয়ে গেলে মানে আপনার ৫০% প্যারসেন্ট কাজ সেশ।
এখন এগুলা সুন্দর ভাবে স্ক্যান করবেন তারপর এগুলা কে পিডিএফ করে আলাদা আলাদা ফাইল বানিয়ে সেভ করে রাখবেন। যেমনঃ
১। পিএসসি সার্টিফিকেট
২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক হতে প্রত্যয়নপত্র
৩। হলফনামা
৪। NID/Father NID/Mother NID
৫। অতিরিক্ত কিছু এড করতে পারেন, যেমনঃ passport.
সবই কিন্তু স্ক্যান ফাইল!

এবার ওয়েবসাইটে টু মারেন আর বলেন এখন আমাকে ঠেকাবে কে। তারপর একটু সতর্কতার সাথে সবগুলো ফিল আপ করবেন পরে স্ক্যান কপি গুলো এখন আপলোড দিবেন মনে রাখবেন কেও যদি বয়স এবং নাম উভয় সংশোধন করতে চাই তাহলে আলাদা আলাদা ভাবে দুইটি আবেদন করতে হবে। যেমনঃ নাম কারেকশন এর জন্য একটি অপরটি বয়স সংশোধনের
জন্য।

আপ্লিকেশন এর সময় আপনার যে মোবাইল নাম্বারদিবেন ওখানে আপনার ID নাম্বার আ্যন্ড password বোর্ড থেকে সেন্ড করা হবে। এটা লগ ইন এর সময় ব্যবহার করে আপনার আবেদন এর সর্বশেষ অবস্থা দেখতে পারবেন । সাথে আপ্লিকেশন ফরমটা ডাউনলোড দিয়েও রাখতে পারেন বলা তো যায়না কাজেও লাগতে পারে।

সর্বশেষ, এখন আপনাকে সোনালি সেবা ফর্মটা পুরন করতে হবে।  যার ফলে আপনাকে মুলত আবেদন বাবদ ১০৫৮ টাকা পে করতে হবে মুলত সোনালি ব্যা;কের যেকোন শাখাতে। আর সোনালি সেবা ফর্ম আপনি বোর্ডের ওয়েবসাইটে এ গেলেই পাবেন।
এখন আপনার কাজ সেশ এরপর যেটা করবে সেটা শিক্ষাবোর্ড। তবে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ID আ্যন্ড password দিয়ে লাস্ট আপডেট  ভিজিট করবেন কিছুদিন পরপর।

দেখবেন ১ মাস অথবা তার আগে আপনার সর্বশেষ অবস্থা দেখাচ্ছে প্রসেসিং। এখন একটু আগে পেতে চাইলে বোর্ডেে চলে যান গিয়ে সচিব এর রুম এ গেলে উনি আপনার আপ্লিকেশন এর sanction দিয়ে  দিবেন সাথে আরও কয়েক জনের কাছে পাঠাবেন  সবাই অনুমতি দিয়ে দিবেন। তারমানে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গেল। আর যদি আপনি প্রসেসিং থাকা অবস্থায় না যান তাহলে উনাদের ইচ্ছখুশি মতন কাজ চলতে থাকবে যেটা চার-ছয়মাসের বেশি সময়ও লাগতে পারে। এরপর আপ্নার ID তে লগ ইন করলে ডাউনলোড অপশন  ওপেন হবে ওইটা প্রিন্ট দিয়ে আপনাকে বোর্ডে জমা দিতে হবে। এরপর আপনি পরবর্তি কার্যদিবস এ ফি জমা দিয়ে আপনার সংশোধিত সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন।

🚫মনে রাখবেন দালাল ধরে এসব কাজ করা মোটেও সমিচীন নয়। দালাল মানেই আপ্নার সাথে প্রতারনা।
Firoz Hossain
ACCE RU



Industry is the key of Success.

No comments:

Post a Comment

Translate

Popular Posts