#গুরুত্বপূর্ণ_সা
১) একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন
চৌধুরী (১৪তম)।
২) একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে
রাব্বি মিয়া।
৩) একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ
নূর-ই-আলম চৌধুরী লিটন।
৪) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন
নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র
সার্টিফিকেশন বোর্ড’।
৫) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নামকরণ করা
হয়েছে 'পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়' (Ministry of Environment, Forest and
climate Change)।
৬) সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ
ইমতিয়াজ বুলবুল মারা যান ২২ জানুয়ারি ২০১৯। তিনি মাত্র
সাড়ে ১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেন (২ নম্বর
সেক্টরে)।
৭) বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে
আম ৩য় ভৌগোলিক পণ্য হিসেবে WIPO'র
স্বীকৃতি লাভ করে ২৭ জানুয়ারি ২০১৯।
৮) ২০১৯ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে
বাংলাদেশের অবস্থান ১২১তম।
৯) মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
তৃতীয় (ইলিশ উৎপাদনে প্রথম)।
১০) চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৯ম (প্রথম চীন,
দ্বিতীয় ভারত); চা রপ্তানিতে বাংলাদেশ ৭৭তম;
বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ১৬৬টি।
১১) গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ১২তম।
১২) নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন
মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
আপডেট তথ্য
১৩) বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও প্রত্যাশা’ শীর্ষক
জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী
বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির
দেশ হচ্ছে বাংলাদেশ।
১৪) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘দ্য
ফরেন পলিসি’ বিশ্বের ১০০ সেরা চিন্তাবিদদের
তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অবস্থান ৯ম ।
১৫) বাংলাদেশ ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে
দ্বিতীয়। ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে বিশ্বে
চতুর্থ।
১৬) কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়, আমে
সপ্তম ও পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে আছে
বাংলাদেশ এবং মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশের
অবস্থান বর্তমানে দশম।
১৭) 'পভার্টি অ্যান্ড শেয়ার প্রসপারিটি বা দারিদ্র্য ও
সমৃদ্ধির অংশীদার-২০১৮' শীর্ষক প্রতিবেদন
অতিগরিব মানুষের সংখ্যা বেশি এমন দেশগুলোর
মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম (শীর্ষদেশ
ভারত)।
১৮) ২০১৯ সালে বিশ্বের ৪১তম বৃহত্তম
অর্থনীতির দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
১৯) ২০১৮ সালের হিসেবে বর্তমানে মোবাইল
ফোনের গ্রাহক সংখ্যা ১৫.৬৯ কোটি।
Industry is the key of Success.
No comments:
Post a Comment