যে ভাবে প্রস্তুতি নিবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮(কিছু গুরুত্বপূর্ণ টিপস্) অন্য গ্রুপে কপি করলে পিটামু😝
By_Mahbub Hossain Mukul
[সবার আগে আপডেট পেতে Following অপশনে গিয়ে See First করে রাখুন]
====================================
প্রথমেই আসি পরীক্ষার মান বণ্টনে :
মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকুরীর জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। এই ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বরের MCQ পদ্ধতির পরীক্ষা, বাকী ২০ নম্বরের ভাইভা। MCQ পরীক্ষায় চারটি বিষয়ের উপর ২০ টি করে প্রশ্ন হবে: বাংলা, ইংরেজি,সাধারণ জ্ঞান, গণিত। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
এখন আসি আসল কথায়। আসল কথা হলো কি পড়বেন? আর কোথায় থেকে পড়বেন?
প্রথমেই আসি গণিতের কাছে। বলতে পাড়েন প্রথমেই গণিত কেন? বলছি। কারণ এটা দেখলে আপনাদের গায়ে না মাথায় জ্বর আসে এজন্যই 😛। আমার দেওয়া গাইডলাইনের সাথে অন্য কারোর তুলনা করবেন না। কারণ আমার তুলনা আমি নিজেই [ভাল মন্দ যাই থাকুক]
গণিতঃ
=====
আমার বইটা থাকলে আপনাদের আর কিচ্ছু লাগত না। কি আর করার...... 😶
৪র্থ/৫ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইগুলো কোন অভিজ্ঞ টিচারের সহযোগিতা নিয়ে ধীরে ধীরে হজম করতে থাকুন। মনে রাখবেন আপনি প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ব্যাংক বা আইবিএ নয়। অমুখ বেসিক তমুক শর্টকাট ম্যাথ এই সব আপাতত টেবিলের নিচে রাখুন (দুচারদিন পর ধৈর্যহারা হয়ে আমাকে গালিগালাজ শুরু কইরেন না)
যে অধ্যায়গুলোতে জোর দিবেনঃ
==>> বাস্তব সংখ্যা, ল সা গু, গ সা গু, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত-সমানুপাত, লাভ ক্ষতি। উৎপাদক, মান নির্ণয়, সমীকরণ, ভগ্নাংশ, বর্গ মূল, বয়স, সময় ও কাজ, সুদ কষা, সময় দুরত্ব ও গতি। রেখা কোন ও ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, চর্তুভুজ ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য সাথে সম্পাদ্য থেকে দুইটা অধ্যায়। সরল অংক করতে যেন ভুলে যাইযেন না।
আর একটা বিষয়, পাটিগণিত ও বীজ গনিতের প্রিলির প্রশ্নের একটা বড় অংশই ব্যাকসলভিং মেথডে করা যায়। তাই এই পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে পারলে প্রস্তুতি পর্বের পরিধি কমে আসবে নিঃসন্দেহে।
[ব্যাকসলভিং মেথড কি, খায়, না মাথায় দেয়….., এ বিষয় গুলো যার মাথার উপ্রে দিয়া যায় (আমি নিজে আগে যেমনটা ছিলাম)বা ভাল জানেন না, জানার উপায়ও নেই, তারা পার্কের মোড়ে হাজির হয়ে যাইয়েন, এককাপ চা খেতে খেতে…..মানে নতুন নিয়মে যাওয়ার দরকার নেই]
ইংরেজি
======
অন্য প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকতে চাইলে ইংরেজির ওপর সুস্পষ্ট ধারনা দখল নিশ্চিত করার বিকল্প নেই। তাই এ লক্ষ্যে কাজ শুরু করে দিন আজই।
==>>English for competitive exam
by, fazlul haque.( এই বইটা পড়লে যেকোন পরীক্ষায় বসার মত ইংরেজির প্রস্তুতি হয়ে যাওয়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্নও এতে কভার হয়ে যাবে- সে অর্থে এটিকে ইংরেজির জব সল্যুশনস ও বলা চলে)
==>>সময় নিয়ে Achilice Barnad ভাই এর বাংলা Cliffs TOEFL বইটা পড়বেন আপনার বেসিক হইবে BSRM লোহার মত।
==>> চৌধুরী এন্ড হোসাইন স্যার লিখিত advanced learners বইটির সম্পূর্ণ গ্রামার অংশ সাথে Synonyms and Antonyms একদম হজম কইরা ফালান। (সুবিধা হল এই বইটি আমাদের প্রায় সবারই আগে থেকে পড়া আছে, তাই পড়াটা সহজ হবে, যারা এসএসসি বা ইন্টার লেভেলে অন্য বই ফলো করেছিলেন, সেই বইটি থেকেই কভার করতে পারেন)
বাংলাঃ
=====
ক্লাস ওয়ান থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আবশ্যিক বাংলা বইয়ে যেসব কবি সাহিত্যিকের গল্প-কবিতা রয়েছে, তাদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত। ছন্দেছন্দে বা অদ্যাক্ষর দিয়ে সাহিত্যকর্ম মুখস্ত রাখতে গেলে বড় ধরনের প্যারায়ই পড়তে হবে, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকুন। কারন একসময় দেখবেন, এক কবি/ সাহিত্যিকের সাথে অন্যজনের ছন্দ মিলে গিয়ে পুরো তালগোল পাকিয়ে যাচ্ছে। আর অদ্যাক্ষর মুখস্থকারীরা দেখবেন, একপর্যায় একই অক্ষরে কয়েকটা করে সাহিত্যকর্ম এর নাম চলে আসছে। এক্ষেত্রে আমি মনে করি এ ধরনের ছন্দ বা অদ্যাক্ষরের টোটকা বা শর্ট টেকনিক দিয়ে জোর করে কোন কিছু মুখস্থ রাখার চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেন।
==>>পঠিতব্য সাহিত্যকর্ম গুলোর ওপর বারবার সতর্ক চোখ বোলাতে থাকুন। সম্ভব হলে একজন শব্দ করে পড়ুন, অন্যরা শুনুন, বা নিজেই গুনগুন করে পড়ুন, আবার নজর বোলান। এভাবে একবার, একশবার, হাজারবার। প্রয়োজনে জিএফ বিএফ এই কয়দিন এগুলোকেই প্রেমের টোটকা হিসেবে চালান। ইনশাআল্লাহ কোন সাহিত্যকর্ম নাম শুনলে বলে দিতে পারবেন, কার লেখা, কখন লেখা, কি প্রকৃতির লেখাসহ প্রয়োজনীয় আঙ্গিকসমুহ।
==>>শুধু ব্যাকরনের জন্য নবম-দশম শ্রেনীর ব্যাকরন বই (প্রথম থেকে শেষলাইন ঠোটস্থ করে নিন) এর পাশাপাশি সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা (এই বই থেকে শুধু সাহিত্য অংশ দেখুন, ব্যাকরণ অংশ কোনকোন ক্ষেত্রে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক লেখায় ভরা (একটু খেয়াল করে দেখলে নিজেই বুঝবেন) কথাগুলো কি একটু বামনের চাঁদে হাত টাইপের ব্যাপার হয়ে গেল!!! স্যরি, স্যার। তবে আমি নিজে পড়তে যেয়ে যা মনে হইছে, তা-ই বললাম।
সাধারণ জ্ঞানঃ
==========
বেশিরভাগ মানুষ সাধারণ জ্ঞান বলতে আজকের বিশ্ব, নতুন বিশ্ব বইকেই বুঝেন। এসব বইয়ের ক্ষেত্রে আমার মূল্যায়ন হল, এটাইপের বই চাকুরির পরীক্ষার জন্য যতটা না প্রস্তুত করবে, তারচেয়ে বেশি পিছিয়ে দিবে। কারন ২/৩ মাস সময় নিয়ে একবার পড়ে আসার পর যখন দেখবেন সব ভুলে বসে আছেন, তখন হতাশায় পেয়ে বসার মতো বৃহৎ ক্ষতির সম্ভাবনা ও আছে। এক্ষেত্রে আমি মনে করি-
==>>নীলক্ষেতে দেখবেন সাম্প্রতিক সাধারন জ্ঞান টাইপ নামের ৪০/৫০ পৃষ্ঠার কিছু বই পাওয়া যায়, ওখান থেকে ২/৩ টা কিনে নিন। সবচেয়ে ভাল হলো ওরাকল বিসিএস জ্ঞানপত্র সেপ্টেম্বর সংখ্যা কিনে ফেলেন। আমার কাছে পিডিএফ আছে দিতে পারি একটা শর্তে.....
==>>বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে ভালমতো জেনে নিন। (নির্দিষ্ট কোন বই না পড়ে উইকিপিডিয়া থেকে সার্চ দিয়ে রিলেটেড টপিক প্রিন্ট করে নিতে পারেন)
==>>একটি বাংলা দৈনিক পত্রিকা রাখুন। ( আমি প্রথম আলোই পড়ি) খেলার পাতা, নকশা, অভ্যন্তরীণ রাজনৈতিক হালচাল, ন্যান্সির ফ্রিটজি খালার অঙ্গসৌষ্ঠব দেখার অভ্যেস থাকলে সেটি বাদ দিন। ( না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন, না হয় সেই কৌতূহলে আবার পড়ায় মন না বসে!!)
==>>নবম শ্রেনির বাংলাদেশে ও বিশ্ব পরিচয় বইটি ভালমত পড়ে নিন। এখানে ফাঁকিবাজ করবেন না। মৌলিক বিষয়াবলী সম্পর্কে সম্যক ধারনা পাবেন।
========================আমার আর দেয়ার কিছু নাই। এখন আপনারা আমাকে কি দিবেন বলেন?
যা দেয়ার মেসেঞ্জারে দিয়েন।
Friday, September 21, 2018
Home
/
education
/
যে ভাবে প্রস্তুতি নিবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮(কিছু গুরুত্বপূর্ণ টিপস্)
যে ভাবে প্রস্তুতি নিবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮(কিছু গুরুত্বপূর্ণ টিপস্)
Tags
# education
About Admin
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
education
Tags
education
Subscribe to:
Post Comments (Atom)
Translate
Popular Posts
-
বর্তমানে দেশে পিটিআই কতটি? বাংলাদেশ ১) বর্তমানে দেশে পিটিআই কতটি? উত্তরঃ ৬৮ ২) বর্তমানে দেশে সরকারি পিটিআই কতটি? উত্তরঃ ৬৭ ৩) দেশের একম...
-
সহকারী প্রাথমিক শিক্ষক+সমাজসেবা+খাদ্য+৪০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ২০১৮ঃ Part:-6 কাজ ও সময় সংক্রান্ত গনিত (৩০ সেকেন্ডে অংক...
-
আপনার নফস কোন প্রকৃতির? নফস বা প্রবৃত্তি বা অন্তরের তিনটি রুপ – ‘নফসে আম্মারা’, নফসে লাউয়ামাহ’ ও ‘নফসে মুতমাইন্নাহ’। ১. নফ...
-
BCS / চাকরির বইসহ প্রয়োজনীয় প্রায় ২ হাজার বইয়ের pdf, বইগুলো লেখকের নাম ও ধরন অনুযায়ী আলাদা ফোল্ডার করা আছে। বন্ধের সময়টা বাসায় পড়ার ...
-
এসএসসির ফল যেভাবে জানবেন যেভাবে জানবেন এসএসসির ফল নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জান...
-
ধর্ম মন্ত্রীর জামাত শীবির টেগের বিপরীতে প্রতিক্রিয়া জানালেন মিজানুর রহমান আল আজহারী । Mizanur Rahman Al Azhari. নিজস্ব প্রতিবেদক : কোন দল...
-
"মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি" সত্যিই কার'না একটা শিক্ষা বৃত্তি হলে ভালো হয় বল? হুম সেই ভালোর জন্...
-
ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় – ১. আন্নানা ২. আন্নানা ৩. হান্নানা ৪. হাদ্দাকা ৫. বাররাকা ৬. শাদ্দাকা। ১. “আন্নানা” হলো সেই নারী যে সবস...
-
👉 পাসপোর্ট সংক্রান্ত কিছু জরুরী তথ্য জেনে নিন 👇 পাসপোর্ট করার ক্ষেত্রেঃ- ১) সাধারণ- ৩৪৫০/- টাকা (২১-২৮ দিন) ২) জরুরী- ৬৯০০/- টাকা (৭-১৫ ...
Assalamualikum ভাই আপনাকে কেমনে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। Love U
ReplyDelete🖒
ReplyDelete