বিসিএস ও ব্যাংক প্রস্তুতি ও যেকোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য
বাংলা: (Part=1)
--------------- ---
১) অরণ্য এর লিঙ্গান্তর হলো - অরণ্যানী
২) শুদ্ধ বানান - সমীচীন
৩) সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত – সরল বাক্য
৪) সমাস ভাষাকে - সংক্ষেপ করে
৫) বাক্যের মৌলিক উপাদান - শব্দ
৬) ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো -পুনরাবৃত্তি
৭) বাঁশি বাজে ঐ মধুর লগনে - কর্ম কর্তৃবাচ্য
৮) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য
৯) চশমা - ফার্সি শব্দ
১০) আগুন শব্দের সমার্থক নয় - অংশু
১১) ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ - ভজ+ য
১২) বিপদে মোরে রক্ষা কর। বিপদে – অপাদান কারক
১৩) সারাংশ রচনায় থাকবে না - প্রত্যক্ষ উক্তি
১৪) জোড়া শব্দ গঠনে সহায়তা করে - সন্ধি ওসমাস
১৫) মাত্রাহীন বর্ণ - ১০টি
১৬) স্টুডিও শব্দটি - ইংরেজি
১৭) আলোয় আঁধার কাটে। আলোয় – করনে সপ্তমী
১৮) মহাযাত্রা - যোগরুঢ় শব্দ
১৯) তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু বঞ্চনা এখানে অনুসর্গ --- কাছে
বাংলা: (Part=1)
---------------
১) অরণ্য এর লিঙ্গান্তর হলো - অরণ্যানী
২) শুদ্ধ বানান - সমীচীন
৩) সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত – সরল বাক্য
৪) সমাস ভাষাকে - সংক্ষেপ করে
৫) বাক্যের মৌলিক উপাদান - শব্দ
৬) ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো -পুনরাবৃত্তি
৭) বাঁশি বাজে ঐ মধুর লগনে - কর্ম কর্তৃবাচ্য
৮) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য
৯) চশমা - ফার্সি শব্দ
১০) আগুন শব্দের সমার্থক নয় - অংশু
১১) ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ - ভজ+ য
১২) বিপদে মোরে রক্ষা কর। বিপদে – অপাদান কারক
১৩) সারাংশ রচনায় থাকবে না - প্রত্যক্ষ উক্তি
১৪) জোড়া শব্দ গঠনে সহায়তা করে - সন্ধি ওসমাস
১৫) মাত্রাহীন বর্ণ - ১০টি
১৬) স্টুডিও শব্দটি - ইংরেজি
১৭) আলোয় আঁধার কাটে। আলোয় – করনে সপ্তমী
১৮) মহাযাত্রা - যোগরুঢ় শব্দ
১৯) তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু বঞ্চনা এখানে অনুসর্গ --- কাছে
২০) নীর শব্দের অর্থ – বারি
২১) দুরন্ত থেকে দুরন্তপনা যে পরিবর্তন - বিশেষণ>বিশেষ্য
২২) চক্ষুদান করা অর্থ - চুরি করা
২৩) যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি -সমস্যমান পদ
২৪) যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর
২৫) বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে - ৩টি
২৬) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ - বৃষ+তি
২৭) কুদ্দুসের বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি - যোগিক বাক্য
২৮) অনুপস্থিত ব্যক্তি যে পুরুষ - নাম পুরুষ
২৯) এযুগের মেয়েরা শুধু কর্মমুখী নয়, বিদ্বানও বটে। বাক্যে ভুল আছে - লিঙ্গগত
৩০) নষ্ট হওয়ার স্বভাব যার - নশ্বর
৩১) খরপরশা শব্দের অর্থ - শাণিত বর্শা
৩২) মাৎসান্যায় অর্থ - অরাজকতা
৩৩) Every dog has his day এর অর্থ - সবার জীবনেই সুখ আসে
৩৪) ভুল বাক্য - এখানে প্রবেশ নিষিদ্ধ
৩৫) অবীরা বলতে বুঝায় - যে নারীর স্বামী,পুত্র নেই
৩৬) ওকে দিয়ে কাজ হবে না। দিয়ে - অনুসর্গ
৩৭) তেহাই কোনটির সংখ্যা শব্দ -১/৩
৩৮) গোল করো না, গোল করো না, ছোটন ঘুমায় খাটে পঙ্কতিটি - সুফিয়া কামালের
৩৯) ন হন্যতে উপন্যাসটি - মৈত্রেয়ী দেবীর
৪০) ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া। আকাঁড়া -বাংলা উপসর্গ
৪১) পূণ্যে মতি হোক। পূণ্যে - বিশেষ্য পদ
৪২) উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার - সুনীল
৪৩) বৃষ্টি পড়ে টাপুর টুপুর। টাপুর টুপুর – অব্যয় পদ
৪৪) বহুবচন - বুজুর্গান
৪৫) পাখিকে ঢিল মারলে কেন। ঢিল - করনে শূন্য বিভক্তি
৪৬) বাবা প্রতিদিন বাজার করতেন – নিত্যবৃত্ত অতীত
৪৭) বিহঙ্গ শব্দের সমার্থক নয় - প্রসূন
৪৮) আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে – ওদিকে আর যাব না
৪৯) না শব্দটি বাক্যে কোথায় বসে – সমাপিকা ক্রিয়া
৫০) মণি কাঞ্চন যোগ এর সমার্থক – সোনায় সোহাগা
৫১) পাণি শব্দের অর্থ - হাত
৫২) পুনশ্চ লিখতে ইংরেজীতে কী হয় - N.B
৫৩) যে সব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে বলে – যৌগিক শব্দ
৫৪) বেগম পত্রিকার সম্পাদক - নূরজাহান বেগম
৫৫) অর্ধ মাত্রার বর্ণ - ৮টি
৫৬) পারিভাষিক শব্দ নয় - বালতি
৫৭) Like cures like এর অর্থ - কাঁটায় কাঁটা তোলা
৫৮) তিমির হননের কবি – জীবনানন্দ দাশ
৫৯) ক্ষমার অযোগ্য - ক্ষমার্হ
৬০) মর্সিয়া সাহিত্যের বিষয় বস্তু - শোক
৬১) সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙগালী করে মানুষ করনি কোন অধিকারে – বঙ্গমাতা কবিতার চরণ
৬২) পয়জার শব্দের অর্থ - পাদুকা
৬৩) পারিভাষিক শব্দ - ইনসান
৬৪) কদর্থ যে সমাস - কর্মধারয়
৬৫) হ্ন - হ+ন
৬৬) ফারসি উপসর্গ - নারাজ
৬৭) সাহিত্য বিশারদ - আব্দুল করিম
৬৮) অর্ধ তৎসম শব্দ - জ্যোছনা
৬৯) গদাই লস্করী চাল বাগধারার সমার্থক - ঢিলে তেতালা
৭০) A bull in a China shop এর অর্থ - পদ্মবনে মস্ত হস্তী
৭১) রবীন্দ্রনাথের নাটক - রাজা
৭২) অকর্মক ক্রিয়া - আমি চোখে দেখিনা
৭৩) শুদ্ধ বানান - শ্বাপদ সংকুল
৭৪) সন্ধি এর বিপরীত শব্দ - বিগ্রহ
৭৫) ওষ্ঠ বর্ণ - প, ফ,ভ
৭৬) ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ - ষষ্ + থ
৭৭) দ্বিরদ শব্দের অর্থ - হাতি
৭৮) অর্বাচীন শব্দের বিপরীত শব্দ - প্রাচীন
৭৯) কর্মে যার ক্লান্তি নাই - অক্লান্ত কর্মী
৮০) আত্নীয় - আত্ম+ ঈয়
৮১) রাষ্টপতি যে লিঙ্গ - উভয় লিঙ্গ
৮২) জিজ্ঞাসা চিহ্নের বিরতি কাল - ১ সেকেন্ড
৮৩) chew and cud এর অর্থ – গভীরভাবে চিন্তা করা
৮৪) অক্ষির সমীপে - সমক্ষ
৮৫) বাগ্নী এর প্রকৃতি প্রত্যয় - বাচ + মিন
৮৬) জ্ঞ - জ+ঞ
৮৭) ঈদৃশ এর বিপরীত - তাদৃশ
৮৮) তালব্য বর্ণ - চ,ছ,য
৮৯) আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। যে কবিতার চরণ – বিদ্রোহী কবিতা
৯০) কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র -ধ্রুব
৯১) লাজ শব্দটি - বিশেষ্য
৯২) অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন -আবলি, পুঞ্জ, রাশি
৯৩) শুদ্ধ বানান - প্রত্যুদগমন
৯৪) নাম পুরুষের ব্যবহার আছে যে বাক্যে – ওরা খাবে কী?
৯৫) বিনোদিনী যে উপন্যাসের নায়িকা – চোখের বালি
৯৬)তুর্কি শব্দ - চাকু, তোপ
৯৭) সন্ধির এর সন্ধি বিচ্ছেদ - সম+ ধি
৯৮) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি -স্বপ্নাতুর কবি
৯৯) কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজী -when danger is gone, God is forgotten
১০০) Let sleeping dogs lie এর অনুবাদ -কাদা ঘেঁটো না
No comments:
Post a Comment