This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Monday, January 28, 2019

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ তথ্য।পযার্য়ক্রমে অধ্যায়ভিত্তিক দেয়া হবে। #

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ তথ্য।পযার্য়ক্রমে অধ্যায়ভিত্তিক দেয়া হবে।
#
৭ম অধ্যায়(১-৪৮)।
১।ভিনেগারের সংকেত - (CH3COOH)।
২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড।
৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল।
৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।
৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার।
৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা।
৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট।
৮।জৈব এসিড - (CH3COOH)।
৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH<7।
১০।আমাদের ধমনির রক্তের pH -7.4।
১১।ক্ষারক - (NaOH)।
NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড) ক্ষারক। তেমনি ১২ নাম্বার Ca(OH)2(ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড) ও ক্ষারক। যে সকল যৌগে OH( হাইড্রোক্সাইড) থাকে তার সব ই ক্ষারক।
যেমন: Al(OH)3 (এলুমিনিয়াম হাইড্রোঅক্সাইড)।Mg(OH)2 (ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড)।
১২।স্লাক লাইম - [Ca(OH)2]।
১৩।পিঁপড়া কামরে নি:সৃত হয় - ফরমিক।
১৪।মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় - জিংক কার্বোনেট (ZnCO3)।
১৫।চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় - খাবারের লবন।
১৬।জীবানুনাশক হিসেবে ব্যবহার হয় - (CuSO4)।
১৭।অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় - HNO3 থেকে।
১৮।NaCl+HCl= NaOH(লবন)+H2O( পানি)
১৯।কাপড় কাচার সোডার সাথে থাকে - ১০ অনু পানি।
২০।আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান - সালফিউরিক এসিড (H2SO4)।
২১।ভিনেগার সংকেতে থাকে - ৪টি হাইড্রোজেন।
২২।বেকিং সোডার সংকেতে হাইড্রোজেন পরমানুর সংখ্যা - ১টি।
২৩।মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড - হাইড্রোক্লোরিক।
২৪।নির্দেশক হলো - রাসায়নিক পদার্থ।
২৫।নির্দেশক - ৪ ধরনের।
২৬।রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে - 0.4।
২৭।এসিডের পরিমান বাড়লে, pH এর মান - কমে।
২৮।পাকস্থলী pH কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয় - 0.5।
২৯।শিশুদের রক্তে pH - 7।
৩০।আমাদের পাকস্থলীর খাদ্য হজমের জন্য দরকারি pH - 2।
৩১।ক্যালমিনের মূল উপাদান - (ZnCO3)।
৩২।টুথপেস্টের pH সাধারণত - ৯ হতে ১১ মধ্যে হয়।
৩৩।অ্যান্টাসিড হলো - ক্ষার।
৩৪।প্রশমন কিক্রিয়ার মান হয় - ৭।
৩৫।কপার সালফেটকে বলা হয় - তুঁত।
৩৬।অ্যামোনিয়াম নাইট্রেট - সার।
৩৭।দইয়ে ও বোরহানিতে থাকে - ল্যাকটিক এসিড।
৩৮।বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি - মৃতুদন্ড (১৯৯৫ সালের আইন)।
৩৯।জবা ফুলের রং এসিডের মধ্যে উৎপন্ন করে - লাল রং।
৪০।জবা ফুলের রং ক্ষারকের মধ্যে উৎপন্ন করে - নীল রং।
৪১।আমাদের জিহ্বার লালায় কার্যকরী pH - 6.6।
৪২।নিরপেক্ষ জলীয় দ্রবণ pH এর মান - 7।
৪৩।আমাদের ত্বকের pH এর মান - 4-6।
৪৪।টেস্টিং সল্ট ব্যবহার করা হয় - খাবার স্বাদ বৃদ্ধির জন্য।
৪৫।কাপড় কাঁচার মূল উপাদান - সোডিয়াম স্টিয়ারেট।
৪৬।দূর্বল এসিড - এসিটিক এসিড, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড।
৪৭।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড।
৪৮।চিনির রাসায়নিক নাম -সুক্রোজ।
৪৯।ব্লিচিং পাউডার-Ca(OCl)Cl
ফিটকিরি-K2SO4.Al2(SO4)3.24H2O
এই দুইটি রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধ করনে ব্যবহার করা হয়।
৫০।নির্দেশক হলো অই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ এসিড, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন: লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফ্যানফথেলিন।
#সংকেতসমূহ (১-৩০)
১।এসিটিক এসিড - (CH3COOH)।
২।সাইট্রিক এসিড - (C6H8O7)।
৩।অক্সালিক এসিড - (HOOC-COOH)।
৪।সালফিউরিক এসিড - (H2SO4)।
৫।নাইট্রিক এসিড - (HNO3)।
৬।হাইড্রোক্লোরিক এসিড - (HCl)।
৭।কার্বোনিক এসিড - (H2CO3)।
৮।তুতের - (CoSO4.5H2O)।
৯।অ্যামোনিয়াম নাইট্রেট এসিড - (NH4NO3)।
১০।অ্যামোনিয়াম সালফেট এসিড - ((NH4)2SO4)।
১১।অ্যামোনিয়াম ফসফেট - ((NH4)3PO4)।
১২।পটাসিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COOKa)।
১৩।ফসফরিক এসিড - (H3PO4)।
১৪।জিংক কার্বোনেট এসিড - (ZnCO3)।
১৫।চুনাপাথর - (CaCO3)।
১৬।ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Mg(OH)2)।
১৭।অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Al(OH)3)।
১৮।খাবার সোডা - (NaHCO3)।
১৯।ক্যালসিয়াম কার্বোনেট এসিড - (CaCO3)।
২০।সিলভার সালফেট - (Ag2SO4)।
২১।মারকিউরিক সালফেট এসিড - (HgSO4)।
২২।মারকিউরিক ক্লোরাইড এসিড - (AgCl)।
২৩।সোডিয়াম ক্লোরাইড - (NaCl)।
২৪।সোডিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COONa)।
২৫।সোডিয়াম কার্বোনেট এসিড - (Na2CO3)।
২৬।কপার সালফেট এসিড - (CuSO4)।
২৭।পটাসিয়াম নাইট্রেট এসিড - (KNO3)।
২৮।ম্যাগনেটাইট - (Fe3O4)
২৯।কোয়ার্টজ - (SiO2)
৩০।জিপসাম - (CaSO4.2H2O)।
#জিপসামের মাঝখানের 2 বাদে সবসংখ্যাগুলো একটু নিচে হবে।
#ভুলত্রুটি হলে ক্ষমাপ্রার্থী।ভুল ত্রুটি থাকলে ৯০% সিউর হয়ে জানাবেন ।

1 comment:

Translate

Popular Posts