This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Thursday, August 13, 2020

নফস বা প্রবৃত্তি বা অন্তরের তিনটি রুপ নফসে আম্মারা । নফসে লাউয়ামাহ । নফসে মুতমাইন্নাহ

 আপনার নফস কোন প্রকৃতির?

নফস বা প্রবৃত্তি বা অন্তরের তিনটি রুপ – ‘নফসে আম্মারা’, নফসে লাউয়ামাহ’ ও ‘নফসে মুতমাইন্নাহ’।

what is nafs


১. নফসে আম্মারা - যে ‘নফস’ মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে। এটির নাম ‘নফসে আম্মারা’। আল্লাহ বলেন, “নিশ্চয় মানুষের ‘নফস’ মন্দ-কর্মপ্রবণ, কিন্তু সে নয়, পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু।” (সূরা ইউসুফ: ৫৩) ইহা অতি জঘণ্য ও অপবিত্র নফস। সদা সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে, ভালো-মন্দ পার্থক্য করে না। এমনকি আল্লাহর বাধ্যতামূলক আদেশ নামাজ ছেড়ে দেয়ার মতো পাপ কাজ করার পরও আত্মগ্লানি হয় না এ নফসের অধিকারীর। এককথায় অতি নির্লজ্জ, অতি বেহায়া এ নফস।

২) নফসে লাউয়ামাহ- যে ‘নফস’ ভুল বা অন্যায় কাজ করলে অথবা ভুল বা অন্যায় বিষয়ে চিন্তা করলে লজ্জিত হয় এবং সেজন্য মানুষকে তিরস্কার ও ভৎর্সনা করে এ নফস। এটির নাম নফসে ‘লাউয়ামাহ’। মহান রব বলেন, “আরও শপথ করি সেই ‘নফসে’র, যে নিজেকে ধিক্কার দেয়।” (সূরা কিয়ামাহ: ২)

৩) নফসে মুতমাইন্নাহ - যে ‘নফস’ সঠিক পথে চললে এবং ভুল ও অন্যায়ের পথ পরিত্যাগ করলে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে তাকে বলে ‘নফসে মুতমাইন্নাহ’। এ নফসকে উদ্দেশ্য করে আল্লাহ তা’য়ালা বলেন, “হে প্রশান্ত মন,তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।” (সূরা ফাজর: ২৭-২৮)
মন্দ নফসকে দমন না করা পর্যন্ত আল্লাহর মহব্বত লাভ করা যায় না, মু’মিন হওয়া যায় না। মহান রব বলেন, “অবশ্যই সফলকাম হয়েছে সে ব্যক্তি, যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে।” (সূরা আশ শামস:৯-১০)


আপনার নফস কোন প্রকৃতির?

Zakir Hossain
Professor CU

No comments:

Post a Comment

Translate

Popular Posts