This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Monday, August 17, 2020

শুধু যারা ব্যাংকার হবেন তাদের জন্য কিছু বইয়ের নাম । যার বাইরে অন্য কোন বই পড়তে হবে না।

ব্যাংকের বিগত বছরের প্রশ্নসমূহ এবং সাম্প্রতিক সময়ের প্রশ্ন বিশ্লেষন

করে নিচের বই গুলোকে সাজেস্ট করা হচ্ছে। তবে এখানে ৫ জন ব্যাংকার এবং সাম্প্রতিক সময়ে প্রিলি এবং রিটেনে সাফল্য পাওয়া ব্যক্তির মতামত নেয়া হয়েছে। 

১। এই সেই ওয়েব সাইট নিয়ে মাতামাতি করা যাবে না। হাতের সামনে যা পান তাই পড়তে পারেন। তবে ওয়েব সাইট থেকে দুই একটা প্রিলি পাস করা গেলেও ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর হবে।

২। গনিতের জন্য একটাই বই। তা হল আর এস আগার ওয়াল। তবে সব ম্যাথ না করে বেছে বেছে পড়তে হবে। কারণ প্রচুর ম্যাথ আছে এই বইয়ে।

 ৩। মানসিক দক্ষতার জন্য GRE big book হল সেরা। তবে আপনি চাইলে এর বাংলা ভার্শন হিসেবে Achilice puzzle book পড়তে পারেন। এই বইয়ে পাজল গুলো বাংলায় ব্যাখা দেয়া আছে। কেবল যারা ইংরেজিতে পড়তে সমস্যার মুখোমুখি হবেন তারাই এটা নিতে পারেন। অন্যথায় না।

৪। ইংরেজিঃ ইংরেজি নিউজ পেপার পড়ার কোন বিকল্প নেই। গ্রামারের জন্য প্রথমে cliffs toefl এবং a passage to English language দেখুন। এর পাশাপাশি Achilice mnemonics vocabulary থেকে শব্দ গুলোকে একেবারে মুখস্ত করে নিন গল্প গুলোর মাধ্যমে। রিডিং কম্প্রিহেনশনের জন্য টোফেলের বইয়ের পিছনে প্রায় ৩০টি প্যাসেজ দেয়া আছে। মন দিয়ে প্রাক্টিস করুন। কাজে লাগবে। যদি সময় পান, Barrons SAT, 23rd edi, official GMAT 14th edi এর গ্রামার পার্ট দেখুন। তবে নিউজ পেপার পড়ার কোন প্রকার বিকল্প নেই।

৫। রিটেনঃ এই অংশের জন্য আমি নিজেই মতামত দিচ্ছি যদিও আমি ব্যাংকার নই কেবল দীর্ঘদিন পরিয়েছি এবং আইবিএ তে চান্স পাওয়ার কারনে রাইটিং নিয়ে আমার ভাল ধারণা আছে। লেখার মধ্যে একটা প্রফেশনাল ভাব আনতে হবে। বড় বাক্যের মাধ্যমে এক বাক্যে অনেক কিছু তুলে নিয়ে আসতে হবে। পত্রিকায় ঠিক যেমন টা করা হয়। এর জন্য দুইটি বই যথেষ্ট। the principles of fearless writing level 1 and the principles of fearless writing level 2. আর কিছুই করতে হবে না। 
 সব শেষে লেগে থাকার চিন্তাটা আরো বৃদ্ধি করতে হবে। হাল ছাড়া যাবে না। 
বিদ্রঃ এই গ্রুপে প্রতিদিন নতুন মেম্বার যোগ হচ্ছেন। সবাইকে জানাতে চাই, দয়া করে আমার বই কোন ভাবেই হুজুগে কিনবেন না। দোকানে গিয়ে বই পড়বেন এবন প্রয়োজন মনে হলে কিনবেন, অন্যথায় না। আমি হাত জোড় করে অনুরোধ করছি। আমি চাইনা, আপনাদের ক্যারিয়ারের এই সময় কোন প্রকার ভুল সিদ্ধান্তে নষ্ট হোক যদিও এটা সত্য যে আমি বই লিখেই জীবিকা নির্বাহ করছি। কিন্তু, আমি চাই সবার ভাল হয়, এমন কিছু করতে।

Suman Sen

MBA(IBA, DU, 54th batch)


No comments:

Post a Comment

Translate

Popular Posts