This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Friday, May 3, 2019

40TH BCS QUESTION FULL SOLUTION 2019 EXAM DATE: 3-05-2019 EXAM START IN: 10:00 AM SEE THE BELOW SOLUTION

40TH BCS QUESTION FULL SOLUTION 2019
EXAM DATE: 3-05-2019
EXAM START IN: 10:00 AM
SEE THE BELOW SOLUTION
১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে- কারক
২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ- পর্তুগিজ
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়- ঐচ্ছিক- অনাবশ্যিক
৪. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি- তৃতীয়া বিভক্তি
৫. অভিরাম শব্দের অর্থ কি- সুন্দর
৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি -সুসময়ের বন্ধু
৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি- একমাত্র সন্তান
৮. প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি – যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি- খেলনা
১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি- প্রতায়িত
১১. কোনটি শুদ্ধ বানান?-প্রজ্বল
১২.‘ জোছনা’ কোন শ্রেণীর শব্দ?- অর্ধ-তৎসম
১৩.‘ জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায়- বেঁচে থাকার ইচ্ছা
১৪.‘ সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-
১৫ অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয়- কুম্ভীলকবৃত্তি
১৬.‘ ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝাই-মাকড়সা
১৭. চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে?-বৌদ্ধ ধর্ম
১৮. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?-রমনী পাদ
১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?-
২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত:-
২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?-ব্রজবুলি
২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩. ‘ কিন্তু আরম্ভের পূর্বে ও আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’-বাক্য দোয়ায় কোন রচনা থেকে উদ্ধৃত?-
২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?-একটি কালো মেয়ের কথা
২৫.‘ কালো বরফ’ উপন্যাসটির বিষয়-দেশ ভাগ
২৬.‘ ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?-কৃষ্ণচন্দ্রমজুমদার
২৭.‘‘ জীবনস্মৃতি’ কার রচনা?-রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. দীনবন্ধু মিত্রের‘ নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে-মাইকেল মধুসূদন দত্ত
২৯.‘‘ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’’ চরণ দুটির রচয়িতা কে?-মদনমোহন তর্কালঙ্কার
৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি?-যাদের দেখেছি
৩১.‘ কিন্তু কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?-
৩২.ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?-
৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?-১৯২১
৩৪.‘ আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?-হাসান আজিজুল হক
৩৫.‘ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?- আলতাফ মাহমুদ
৭১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?-১৪৯৪-১৫১৯
৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?-চন্দ্রগুপ্তমৌর্য্য
৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-পর্তুগীজরা
৭৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল/-যুক্তরাষ্ট্র
৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে?-পঞ্চম তফসিল
৭৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?-লর্ড কার্জন
৭৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?-ভাওয়াল ও মধুপুরের
৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?-ফরিদপুর
৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?-ময়মনসিংহ
৮১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP -১৭৫১ ডলার
৮২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-১৯৭৪
৮৩. INCLUSIVE DEVELOPMENT INDEX এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর অবস্থান- প্রথম স্থান
৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়-
৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন- যুক্তরাষ্ট্র
৮৬.২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল-33.66 %
(চলমান)...

No comments:

Post a Comment

Translate

Popular Posts