সহজে মনে রাখুন বিভিন্ন দেশের সীমানা রেখার নাম।
সূত্র: ডুরান আপা
ব্যাখ্যা: ডুরান্ড লাইন। আফগানিস্তান
ও পাকিস্তানের সীমারেখা।
------------সূত্র: ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
ব্যাখ্যা: লাইন অব কন্ট্রোল, ভারত ও
পাকিস্তানের সীমারেখা।
----------
সূত্র: কার্জন হল পোরাতন হয়ে গেছে।
ব্যাখ্যা: কার্জন লাইন, পোল্যান্ড ও
রাশিয়ার সীমারেখা।
---------
সূত্র: সরকার ফস করে পোলি ব্যাগ
উঠায়ে দিল।
ব্যাখ্যা: ফস লাইন, পোল্যান্ড ও
লিথুনিয়ার সীমারেখা।
---------
সূত্র: ম্যাজিনো আমাকে একটি জামা
ফ্রি দিয়েছে।
ব্যাখ্যা: ম্যাজিনো লাইন, জার্মান ও
ফ্রান্সের সীমারেখা।
---------
সূত্র: সে আমাকে একটি সিগফ্রিডের
জামা ফ্রি দিয়েছে।
ব্যাখ্যা: সিগফ্রিড লাইন, জার্মান ও
ফ্রান্সের সীমারেখা।
----------
সূত্র: ওডার ও হিন্ডার কে পোজা করো
না।
ব্যাখ্যা: ওডারনিস লাইন, হিন্ডারবার্গ
লাইন, পোল্যান্ড ও জার্মানীর
সীমারেখা।
----------
সূত্র: রাফি ম্যানার হেইম।
ব্যাখ্যা: ম্যানারহেইম লাইন, রাশিয়া
ও ফিনল্যান্ডের সীমারেখা।
------------
সূত্র: সনো যুমে গেছে।
ব্যাখ্যা: সনোরা লাইন, যুক্তরাষ্ট্র ও
মেক্সিকোর সীমারেখা।
---------
সূত্র: ম্যাকমোহনের সাথে দেখা করতে
চাই।
ব্যাখ্যা: ম্যাকমোহন লাইন, চায়না ও
ইন্ডিয়ার সীমারেখা।
----------
সূত্র: বাই র ্যাড।
ব্যাখ্যা: র ্যাডক্লিফ লাইন,
বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা।
----------
সূত্র: একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে
চা----ই।
ব্যাখ্যা: লাইন অব একচুয়াল কন্ট্রোল,
চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।
----------
সূত্র: আই পারপল হয়ে যাই।
ব্যাখ্যা: পারপল লাইন, অারব ও
ইসরাইলের সীমারেখা।
----------
সূত্র: ব্লু লেই।
ব্যাখ্যা: ব্লু লাইন, লেবানন ও
ইসরাইলের সীমারেখা
No comments:
Post a Comment