This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Thursday, August 9, 2018

|| Preparation: Part-1ঃকিভাবে ব্যাংকার হতে প্রিপারেশন নিব ||

|| Preparation: Part-1ঃকিভাবে ব্যাংকার হতে প্রিপারেশন নিব ||

সবাইকে ধন্যবাদ আমাকে অভিনন্দন জানাবার জন্য। অনেকেই যানতে চেয়েছেন কিভাবে প্রিপারেশন নিবে, ব্যাংকের জন্য। আমার আগে অনেকেই গ্রুপে তাদের পড়াশুনা এর টিপস, পদ্ধতি,  বইয়ের লিস্ট ইত্যাদি দিয়েছেন। আমিও ফলো করেছি তাদের অনেক কিছু যা আমার জন্য সহজ মনে হয়েছে। আমার প্রিপারেশন গুছানো ছিলনা।।কিন্তু  কিভাবে প্রিপারেশন ভাল ভাবে নেয়া যায় তা একটু গুছিয়েই বলতে চাই। এজন্য প্রাথমিক ধাপ থেকেই বলতে চাই।

.
∆ যারা এখনো অনার্স পাশ করেন নাই,  তাদের অনেকেই জবের জন্য পড়তে শুরু করেছেন। এটা ভাল কথা যদি আপনার একাডেমিক পড়াশুনাটা ১০০% কমপ্লিট করার পরে চাকুরীর জন্য পড়তে সময় দেন। নাহলে আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে আর জবের প্রিপারেশন ভাল হতে থাকবে। এর ফলে যখন পাশ করবেন তখন দেখবেন যে ভাল প্রিপারেশন আছে কিন্তু এপ্ল্যাই করতে পারছেন না। সিজিপিএ ঘাটতি থাকছে। তাই একাডেমিক পড়াশুনা শেষ করে বা পাশাপাশি অল্প কিছু সময় দিন যাতে সিজিপিএ ভাল হয়, এপ্ল্যাই করতে কস্ট না পেতে হয়।
.
যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা একাডেমিক এর পাশাপাশি অন্যান্য কাজ করবেন যা আপনার সিভি এর ওজন বাড়াবে। এগুলো থাকলে অনেক প্রাইভেট ব্যাংক ভাইভাতে আটকায় না। অনেক সময় এগুলো করার জন্যই এক্সটা খাতির করে।
.
∆ যারা মাত্র অনার্স / মাস্টার পাশ করে চাকুরীর পড়া শুরু করেছেন। কিন্তু কোন টাইপ পড়া পড়বেন তা বুজতেছেন না। তারা সবার আগে ঠিক করুন আপনি আপনাকে কোথার চাকর বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।(চাকুরি  মানে অন্যের চাকর)
.
যারা ব্যাংকের জন্য পড়াসুনা শুরু করবেন ভাবছেন।তারা প্রথমেই একটি বিগত বছরের প্রশন ব্যাংক কিনুন। কি রকমের প্রশ্ন পরিক্ষায় আসে,আপনি সেই প্রশ্নে কতটুকু কমফোর্ট ফিল করেন তা বুঝুন।
#বাংলা
#ইংরেজি
#ম্যাথ
#কম্পিউটার
#সাধারনজ্ঞান
#পাজেল
#এনালাইটিক্যালএবিলিটি
ইত্যাদি

এসবের  সাথে আপনার SWOT এনালাইসিস করুন।
* আপনি কোন পার্টে পারদর্শী/ দক্ষ তা খুজুন।
* আপনার ভয় লাগে কোন পার্টটি?
*আপনি একটু পড়লে বা চর্চা করলে ভালমত পারবেন কোন পার্ট?
* কোন পার্টে সব সময় নিজেকে খারাপ মনে করেন?

"নিজেকে জানুন"

এইটুকু কাজ সব থেকে কঠিন, এতটুক করতে পারলে বাকি পথ সোজা।

লিখেছেনঃ মৌ শায়লা
সহকারি পরিচালক, বাংলাদেশ ব্যাংক
 █🔰███████████████🔰█
       Bangladesh Career Club
          ক্যারিয়ারের সার্চ ইঞ্জিন
( দক্ষ জনশক্তি বিনির্মাণে অঙ্গিকারাবদ্ধ)

█▓▒░ বাংলাদেশ ক্যারিয়ার ক্লাব  ░▒▓█

[দেশ বিদেশের সকল ধরনের ক্যারিয়ার ( বিসিএস, ব্যাংক, সরকারি বেসরকারি চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল জব, ফ্যাশন হাউজ, ব্যবসা, ইন্টার্নশিপ, উচ্চ শিক্ষা, IBA, IELTS, GRE, GMAT, TOEFL পিএইচডি প্রোগ্রাম, মার্কেটিং, ইন্টারন্যাশনাল জব, RJ, Tv news presenter )  ইত্যাদি সব বিশ্বের টোটাল সবধরনের ক্যারিয়ার দিকনির্দেশনা পেতে ও ক্যারিয়ার এক্সপার্টদের পরামর্শ শুনতে ক্লাবের সাথেই থাকুন ]

No comments:

Post a Comment

Translate

Popular Posts