আজ ৪০তম এর সার্কুলার প্রকাশিত হয়েছে। জানুয়ারীতে স্পেশাল বিসিএস আসবে। অতি অল্প সময়ের মধ্যেই দুটো বিসিএস নেয়া হবে। তাই ৪০তম এর প্রিলি. হয়তো আগামী মার্চের মধ্যেই হয়ে যাবে।
হাতে পাবেন ৬-৭ মাস। এবার প্রতিযোগীর সংখ্যাও ৪-৫ লাখ হতে পারে। তাই সময় নষ্ট না করে এখনি শুরু করে দিন বিশেষ করে যারা নতুন তারা।
বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে একটা নিয়মিত রুটিন মেনে চলতে হবে।
প্রতিদিনই পড়তে হবে।
সময়কে ভাগ করে নিয়ে নিয়মিত পড়া, রিভাইস করা ও পরীকক্ষা দিতে হবে।
অনেক বেশি না পড়ে অল্প জিনিস বারবার পড়তে হবে।
প্রথমে- একটা বিসিএস ডাইজেস্ট(বিসিএস ইন্সেপোশন/অ্যাসিউরেন্স) কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন।এতে সিলেবাস ও কোন কোন টপিকস পড়তে হবে তার একটা ধারনা পাবেন।
দ্বিতীয়ত, একটা মডেল টেস্টের বই কিনে নিয়মিত মডেল টেস্ট দিবেন এবং আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করে তার ওপর জোর দিবেন।
তৃতীয়ত, নিচের বইগুলো কিনে এগুলো থেকে বেসিক বিষয়গুলো সিলেবাস ধরে ভালোভাবে পড়বেন।
#বাংলা
১)৯ম-১০ম এর ব্যাকরণ,
২)শুদ্ধিকরণ(আসাদুজ্জামান)
৩)লহরী(শামছুল আলম
৪)সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)
৫)ডাইজেস্ট ও গ্রুপনোট দেখবেন।
#ইংরেজি
1)English for Competitive Exam(বেশি বেশি application practice করবেন)
2)Saifur's Analogy
3)Vocabulary(Note from English news paper)
4)A Handnote for English Literature (Sharif Chowdhury)
#গনিত
১) ৮ম, ৯ম(সাধারণ ও উচ্চতর)
২)ওরাকল/অ্যাসিউরেন্স
#গানিতিক দক্ষতা
অ্যাসিউরেন্স।
#বিজ্ঞান
১)৭ম,৮ম,৯ম এর বিজ্ঞান বই।
২)রেডিক্যাল দৈনন্দিন বিজ্ঞান গাইড বই।/ ড. জামিল'স বিজ্ঞান।
৩)Easy Computer
৪)৯ম-১০ম শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
#বাংলাদেশ_ও_আন্তর্জাতিক_বিষয়াবলী
এই অংশের জন্য প্রথমে দুটি ম্যাপ কিনবেন।
১)আজকের বিশ্ব বইটা কিনবেন।
২)যেকোনো একটা গাইড বই কিনবেন।
৩)৮ম-১০ম পর্যন্ত ইতিহাস সপম্পর্কিত বেসিক বইগুলো পড়বেন।
৪)মুক্তিযুূ্দ্ধ সম্পর্কিত একটি ভাইবা গাইড কিনে ওখান থেকে পড়বেন।
এই বিষয়গুলো পড়ার সময় ম্যাপ দেখে দেখে কিছু বিষয় পড়বেন। ভালো মনে থাকবে।
৫)প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ও জ্ঞানপত্র পড়বেন।
৬) পত্রিকার সম্পাদকীয়।
#নৈতিকতা ও সুশাসন
১)ডাইজেস্ট থেকে পড়ে নিলেই হবে।
বি:দ্র: নিচের গ্রুপগুলোতে নিয়মিত ব্রাউজিং করবেন, পড়বেন, নোট করবেন আর মডেল টেস্ট দিবেন।
a) BCS Preliminary Campaigner
b)BCS Inception
c) Zakir's Bcs Special.
বিসিএস মানে অনেক পড়া নয়, বিসিএস মানে বেসিক জিনিস বারবার পড়া, নিয়মিত পড়া।
সুতরাং
আজকে থেকেই রুটিন মাফিক প্রস্তুতি শুরু করে দিন।
No comments:
Post a Comment