This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Thursday, January 13, 2022

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয়


ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় –

১. আন্নানা ২. আন্নানা ৩. হান্নানা

৪. হাদ্দাকা ৫. বাররাকা ৬. শাদ্দাকা।

১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায়
আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিণী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।

HIjabi Women, Hijabi Girl


২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে-‘আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।

৬. “শাদ্দাকা” হলো সেই নারী যে সবসময় বকবক করে।
বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।তবে দ্বীনদারীকে বিয়ে করতে চাইলে নিজেকেও সত্যের পথে থাকতে হবে।

হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক সন্তান দান করুন।
***মালিকা শা... টাইপের মহিলা থেকে ১০০০ হাত দূরে থাকেন কারণ তারা যাদু করে বা করায়। এবং তাদের মা ও একই পথের পথিক।

No comments:

Post a Comment

Translate

Popular Posts