This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Monday, December 14, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন: পার্ট-০১

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন: পার্ট-০১


১.বিখ্যাত মেরিনো মেষ কোথায় দেখতে পাওয়া যায়?
-মেসেটা মালভূমির শুষ্ক অঞ্চলে।
২.ইউরোপের উপকূলে ধৃত কয়েকটি মৎসের নাম কী?
-কড, হেরিং, হ্যালিবার্ট, স্যামন, তিমি ইত্যাদি।
৩.ইউরোপের প্রধান খনিজ সম্পদ কী কী?
-কয়লা ও লৌহ।
৪.ইউরোপের কয়েকটি খনিজ সম্পদের নাম কী?
-প্রাকৃতিক গ্যাস, তামা, দস্তা, বক্সাইড, প্লাটিনাম ইত্যাদি।
৫.লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
-টেমস নদীর তীরে অবস্থিত।
৬.মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
-মস্কোভা নদীর তীরে।
৭.ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কোন স্থানকে?
-সুইজারল্যান্ডকে।
৮.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোন দেশকে?
-ভিয়েনা।
৯.আন্তর্জাতিক সম্মেলনের শহর বলা হয় কোন স্থানকে?
-জেনেভাকে।
১০. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
-ভলগা।
১১.এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসের নাম কী?
-সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড।
১২.প্রতিবছর কি পরিমাণ ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস ব্যবহার বৃদ্ধি পাচ্ছে?
-৮০-১৭০ টন।
১৩.সাগরের পানি তেল দ্বারা দূষিত হলে কি হয়?
-অক্সিজেন তৈরি কম হয়।
১৪.কোন দেশে সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র অবস্থিত?
-মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫.পরিবেশ দূষণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
-৪ ভাগে।
১৬.সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বেগে গেলে বাংলাদেশের ভূ-পৃষ্ঠের কত অংশ নিমজ্জিত হবে?
-১৫.৪%।
১৭.ট্যাপের পানিতে বিদ্যমান রাসায়নিক পদার্থটির নাম কী?
-ক্লোরিন।
১৮.তেল শোধনাগারে নিকটবর্তী এলাকার কোন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়?
-ক্যান্সার।
১৯.কয়লার সৃষ্টি হয় কিভাবে?
-গাছপালা মাটিতে চাপা পড়ে।
২০.কোন স্থানকে মৃত্যু উপত্যকা বলা হয়?
-ব্রাজিলের কুবাতাও।
২১.ওজনের রং কী?
-গাঢ় নীল।
২২.পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি?
-সুন্দরবন।

No comments:

Post a Comment

Translate

Popular Posts