This website is for information Bcs, Primary Exam Suggestions, Islamic questions, Govt jobs preparation. Exam Suggestions. Private Jobs News. And Other's.

Breaking

Saturday, October 31, 2020

রসুনের উপকারিতা

রসুনের উপকারিতা

Health Tips


 রসুনের টুকরো সারারাত কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আর সকালে উঠে দেখুন কী চমৎকার তার রেজাল্ট!

রসুনের উপকারিতা


স্বাদ ছাড়াও রসুন শরীরের গরম, রোগ প্রতিরোধ এবং সংক্রমণ নিরাময়ের জন্য প্রমাণিত হয়েছে! এখানে রসুনের কিছু অপ্রত্যাশিত স্বাস্থ্য এবং সৌন্দর্যে ব্যবহারের গুনাগুণ বর্ণিত হয়েছেঃ-

১। চুল ঝরে পড়ার হাত থেকে বাঁচায়ঃ এক কোয়া রসুনের টুকরো কেটে মাথার তালুতে ঘষুন। রসুনে থাকা প্রাকৃতিক তেল চুল পড়ার হাত থেকে রক্ষা করে এবং চুলের গোড়া মজবুত করে।

২। রসুনের চা ঠান্ডা লাগা এবং সর্দি থেকে বাঁচায়ঃ রসুন চা সবচেয়ে সুস্বাদু চা হয়। রসুন চা তৈরি করতে দুটো রসুনের কোয়ার সাথে লবঙ্গ ফুটন্ত পানিতে দিন, আপনার স্বাদ অনুযায়ী আদা ও মধু যোগ করুন। আপনি ১০ মিনিটের মধ্যেই ভাল বোধ করবেন।

৩। রসুন ত্বকের ফুসকুরি দূর করতে সাহায্য করেঃ কিছু রসুনের তেল ফুসকুরি আক্রান্ত ত্বকে লাগান এবং চক্রাকারে ম্যাসাজ করুন। এটি অস্বস্তি থেকে মুক্ত এবং ঐ এলাকাটি মসৃণ করে এবং ফুসকুরি মুক্ত করে তুলবে।
৪। রসুন কানের ব্যাথা দূর করেঃ কানের ব্যাথা খুবই কষ্টকর। একটি রসুনের কোয়া কানে দিয়ে রাখুন সারা রাত আর দেখুন পরের দিন কেমন তাজা অনুভব করবেন যা আগে কখনও করেননি।

৫। ডাইবেটিসের সাথে যুদ্ধ করতে সাহায্য করে রসুনঃ রসুন শরীরে উচ্চ ইনসুলিনের উৎপাদন কম করে। আর শরীরে অধিক গ্লুকোজের মাত্রা কমায়। একজন ডাইবেটিক রোগীর রোজ রসুন খাওয়া দরকার, চা বা রান্নার মধ্যে দিয়ে ।

৬। রসুন রক্ত চাপ কমায়ঃ যদি হাইপারটেনশান রোগী দৈনিক ২-৩ টে করে রসুন চাবায়, তবে তাদের রক্তচাপের মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে যায়
৭। গাঁটের ব্যথা থেকে মুক্তি দেয় রসুনঃ যেখানেই ব্যথা হয়, সহজেই রসুনের তেল দিয়ে ম্যাসাজ করুন এবং ব্যথা এবং অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করুন। প্রতিদিন এটি ব্যবহার করলে অস্টিওপরোসিস, অস্টিওমালিয়া এবং আর্থ্রাইটিসের এর মত রোগের ব্যথাও কমাতে।

No comments:

Post a Comment

Translate

Popular Posts